কৃষকের ৭শ পেঁপে গাছে দুর্বৃত্তের কোপ
Published: 22nd, February 2025 GMT
মাদারীপুর সদর উপজেলায় এক কৃষকের ৭০০ ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষকের দাবি।
গত শুক্রবার সকালে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক
সবজাল খালাসী।
ভুক্তভোগী কৃষক জানান, আব্দুল মজিদ মাতুব্বরের ছেলে সান মাতুব্বরের কাছ থেকে ২০২১ সালে এক বিঘা জমি সাত বছরের জন্য বর্গা নেন তিনি। জমির মালিক সেই জমি বিক্রি করে দেন। পরে জমির অন্য ওয়ারিশরা জমিটি ক্রেতাকে হস্তান্তর করতে তাঁর (সবজাল) ফলন্ত পেঁপে বাগানের ৭০০ গাছ শুক্রবার সকালে কেটে ফেলে বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এ ঘটনায় তিনি একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বার, সাদ্দাম মাতুব্বর, কোহিনূরসহ কয়েকজনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিজের জমি দাবি করে অভিযুক্ত জাহাঙ্গীর মাতুব্বর বলেন, ৯ জন ওয়ারিশের সম্পত্তি একজনের কাছ থেকে বর্গা নেওয়া হয়েছে। বর্গার বিষয়টিতে জালিয়াতি রয়েছে। এ ছাড়া যে বর্গা দিয়েছে, তিনিও জমিটি বিক্রি করে দিয়েছেন। সেই জমি খালি করার জন্য অনেকবার বলা হলেও জায়গা খালি করে দেননি সবজাল। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মাদারীপুর সদর থানার ওসি মোকসেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম দ র প র সদর ম ত ব বর এ ঘটন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫