Samakal:
2025-05-01@09:32:06 GMT

রংপুরে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

Published: 23rd, February 2025 GMT

রংপুরে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। এ সময় আনিছুর নামে তার ছেলে আহত হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। সাহিদা বেগম ওই গ্রামের আফসার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ রোববার সকালে সাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান (৪৫) আলু ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে তারা দু’জন মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এছাড়া অসুস্থ অবস্থায় আনিছুরকে উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের শ্রমিক সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

এদিকে সমাবেশ শুরুর আগে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। গানে অংশ নেন কণকচাঁপা, মৌসুমীসহ বেশ কয়েকজন শিল্পী।

এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীর রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। 

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ