Samakal:
2025-09-18@06:57:09 GMT

রংপুরে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

Published: 23rd, February 2025 GMT

রংপুরে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। এ সময় আনিছুর নামে তার ছেলে আহত হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। সাহিদা বেগম ওই গ্রামের আফসার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ রোববার সকালে সাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান (৪৫) আলু ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে তারা দু’জন মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এছাড়া অসুস্থ অবস্থায় আনিছুরকে উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ছুটিতে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় সেনাসদস্য নিহত

কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে গাড়িচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রিফাত খন্দকার (২২)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে ও সাভার ক্যান্টনমেন্টে সিপাহি পদে ছিলেন। শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তিন দিনের ছুটি নিয়ে গতকাল রাতে বাড়ির উদ্দেশে রওনা হন রিফাত। পথে ছোনকা এলাকার একটি হাইওয়ে রেস্তোরাঁর পাশে নামেন তিনি। এরপর ঢাকা থেকে বগুড়াগামী লেন পার হয়ে বগুড়া থেকে ঢাকাগামী লেনে ওঠার চেষ্টা করেন। ওই সময় একটি গাড়ি তাঁকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাতপরিচয় গাড়িটির খোঁজ চলছে।

সম্পর্কিত নিবন্ধ