পুলিশ পরিচয়ে কুমিল্লা থেকে ৩০০ বস্তা চালসহ ট্রাক ছিনতাই, ৪০ দিন পর গাজীপুর থেকে উদ্ধার
Published: 23rd, February 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রায় ৪০ দিন আগে পুলিশ পরিচয়ে ৩০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। আজ রোববার সকালে ট্রাকটি গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি চালও।
আজ বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মিরশ্বানী এলাকা থেকে গত ১৫ জানুয়ারি চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনতাই করা হয়েছিল। এ ঘটনায় ১৭ জানুয়ারি ট্রাকের মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেছিলেন।
মামলায় উল্লেখ করা হয়, ১৪ জানুয়ারি বগুড়ার রেলগেটের তিনমাথা এলাকা থেকে কিবরিয়া ট্রেডার্স অটো রাইস মিলের ১৫ টন চাল (৩০০ বস্তা) নিয়ে ট্রাকটি কক্সবাজারের উদ্দেশে রওনা করে। চালগুলোর বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। ১৫ জানুয়ারি ভোরে ট্রাকটি মহাসড়কের মিরাশ্বানী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস ট্রাকটির গতি রোধ করে। এ সময় ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের পোশাক পরে নিজেদের পুলিশ পরিচয় দেয়। একপর্যায়ে তারা চালক মো.
ট্রাকটির চালক মিরাজুল ইসলাম বলেন, ‘যারা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক নিয়ে গেছে, তারা পুলিশের পোশাক পরা ছিল এবং তাদের হাতে পিস্তল ছিল। তারা গাড়ি থামিয়ে আমাকে ট্রাক থেকে নামতে বলে। এ সময় তারা বলে, আমার ট্রাকের ভেতরে নাকি অবৈধ মাদকদ্রব্য আছে। গাড়ির কাগজপত্র দেখাতে বলে। আমি কাগজপত্র দেখাতে চাইলে তারা আমি এবং আমার সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তাদের ব্যবহৃত গাড়িতে তুলে চোখ এবং হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাত দল আমাদের দৈলবাড়ি স্কুলের সামনে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। মহাসড়ক দিন দিন বেশি অনিরাপদ হয়ে পড়ছে। চালকদের কোনো নিরাপত্তা নেই।’
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার সকালে ট্রাকটি খালি অবস্থায় গাজীপুর সিটির বাহাদুরপুর এলাকার বাংলাবাজারমুখী রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা লুট হওয়া চাল উদ্ধার করা সম্ভব হয়নি। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের জন্য নিউইয়র্ক টাইমসের ফেলোশিপ প্রোগ্রাম
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক টাইমস ফেলোশিপ ২০২৬। এই ফেলোশিপ কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ের সাংবাদিক, রিপোর্টার, সম্পাদক, মিডিয়া পেশাজীবী ও সদ্য স্নাতক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
এক বছরের এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত ফেলোরা বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পাবেন। তাঁরা পেশাদার সাংবাদিকদের সঙ্গে হাতে-কলমে নিউজরুমে কাজ, রিপোর্টিং, ভিডিও, গ্রাফিকস, অডিও বা ডিজাইনের কাজের সুযোগ পাবেন।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫ফেলোশিপের স্থানবেশির ভাগ ফেলো দ্য নিউইয়র্ক টাইমসের নিউইয়র্ক সদর দপ্তরে কাজ করবেন। তবে কিছু ফেলোশিপ সুযোগ থাকবে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো ও লন্ডন অফিসেও। প্রতিষ্ঠানটি বর্তমানে হাইব্রিড কর্মপদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ ফেলোদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় অফিসে উপস্থিত থাকতে হবে।
ফেলোশিপের বিভাগসমূহরিপোর্টিং
ভিজ্যুয়ালস ও গ্রাফিকস
ফটোগ্রাফি
নিউজ ভিডিও ও রিপোর্টার ভিডিও
ডিজিটাল ও প্রিন্ট ডিজাইন
অডিয়েন্স ও ওপিনিয়ন বিভাগ
ফটো এডিটিং
এআই ইনিশিয়েটিভস
দ্য আপশট (বিশেষ বিশ্লেষণ বিভাগ)
আরও পড়ুনকানাডায় টিউশন ফি ছাড়াই স্কলারশিপ, ৭০০টির বেশি প্রোগ্রাম২৭ অক্টোবর ২০২৫প্রয়োজনীয় যোগ্যতাপ্রাথমিক পর্যায়ের সাংবাদিক বা সদ্য স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিশ্বের যেকোনো দেশের প্রার্থীরা আবেদনযোগ্য।
যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে কাজ করার অনুমোদন থাকতে হবে।
প্রতিটি ফেলোশিপ পদের জন্য আলাদা কিছু যোগ্যতা থাকতে পারে।
ফেলোদের জন্য সুবিধাসমূহফেলোশিপটি সম্পূর্ণ বেতনসহ।
পূর্ণকালীন সাংবাদিকদের মতো কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকতা শেখার অনন্য সুযোগ সৃষ্টি হবে।
এটি সাংবাদিকতা, সংবাদ ও মিডিয়ায় আগ্রহীদের জন্য একবারের জীবনে পাওয়া সুযোগ।
আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ১৯ অক্টোবর ২০২৫প্রয়োজনীয় কাগজপত্রসিভি
কভার লেটার
পোর্টফোলিও লিংক (যদি প্রয়োজন হয়)
ওয়ার্ক স্যাম্পল (যদি প্রয়োজন হয়)
আবেদনপ্রক্রিয়া১. অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
২. আবেদন করার আগে যোগ্যতা যাচাই করে নিতে হবে।
৩. প্রতিটি ফেলোশিপ ক্ষেত্রের জন্য আলাদা ফর্ম থাকবে। নিজের পছন্দের বিভাগ বেছে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৪. প্রতিবছর একজন প্রার্থী কেবল একটি ফেলোশিপ পদের জন্য আবেদন করতে পারবেন।
৫. নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
শেষ তারিখ১৯ নভেম্বর ২০২৫
* আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ২৬ অক্টোবর ২০২৫