গাজীপুর মহানগরীর একটি স্টুডিওতে ছবি তুলতে গিয়ে এক মাদরাসা ছাত্রী ‘যৌন হয়রানির’ শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টুডিওর কর্মচারী হাসান আলীকে (২৮) আটক করেছে পুলিশ। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকা অবস্থিত ‘স্টুডিও ঝিলিক’-এ ঘটনাটি ঘটে। বাসন থানার এসআই মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হাসান পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ৫

নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্রীর বাবা জানান, মাদরাসার কাজের প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে বাসার পাশের  স্টুডিওতে ছবি তুলতে যায়। আধাঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই স্টুডিওতে যান। এসময় স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। স্টুডিওর ভেতরে কক্ষের দরজা হালকা চাপানো ছিল। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তিনি দেখতে পান, মেয়ের হিজাব খোলা আর হাসান তার পরনের কাপড় গুছাচ্ছে। স্টুডিও কর্মচারী হাসান তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। পরে তাকে আটকে বাসন থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে হাসানকে থানায় নিয়ে যায়।  

বাসন থানার এসআই মোহাম্মদ আলী বলেন, “রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে দুর্ঘটনাটি ঘটে। আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

মারা যাওয়া কি‌শোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপ‌জেলার দদ‌শি ইউ‌নিয়‌নের বড়‌দোয়াল গ্রা‌মের রহমত আলী শে‌খের ছে‌লে। আহত রওনক সরকার‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিসের স‌ব-‌স্টেশন কর্মকর্তা মো. হা‌ফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মি‌নি‌টের দি‌কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাৎক্ষ‌ণিক আহতদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই।”

স্থানীয়‌দের বরা‌তে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন জানান,‌ রিয়াদ ও রওনক সকা‌লে মোটরসাই‌কেল যো‌গে রাজবাড়ী বাজা‌রে যা‌চ্ছি‌লেন। ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাদের উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখানকার চি‌কিৎসক রিয়াদ‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

তিনি ব‌লেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত