ভাগ্য যাচাই করতে অনেকে লটারির টিকিট কেনেন। ফ্রান্সের দুই বাসিন্দাও নিজেদের ভাগ্য যাচাই করতে লটারির টিকিট কিনেছিলেন। সেই টিকিটেই খুলে যায় সৌভাগ্যের দুয়ার, জিতে যান ৫ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা!

অবশ্য লটারিতে এত বড় অঙ্কের পুরস্কার জিতে গেলেও তা দাবি করতে পারছেন না ওই দুই ব্যক্তি। কারণ, তাঁরা লটারির টিকিটটি কিনেছেন চুরি করা ব্যাংক কার্ড দিয়ে।

পুরস্কার দাবি করতে হলে ওই দুই ব্যক্তিকে প্রকাশ্যে আসতে হবে। আর সামনে এলে আছে চুরির দায়ে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা। চুরি হওয়া কার্ডের মালিক জ্যঁ-ডেভিডই লটারিজয়ী ওই দুই ব্যক্তিকে তাঁর সঙ্গে পুরস্কার ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। পুরস্কারের অর্থ ভাগাভাগির পাশাপাশি ওয়ালেটও ফেরত চেয়েছেন তিনি।

দুই চোর তাঁর প্রস্তাব বিবেচনায় নিয়েছেন কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে গত শনিবার এফডিজে লটারি পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কেউ লটারি বিজয়ী টিকিট জমা দিয়ে পুরস্কারের অর্থ দাবি করেননি।

জ্যঁ-ডেভিডের আইনজীবী শনিবার বলেছেন, এটা অবিশ্বাস্য এক গল্প, কিন্তু এটা একদম সত্যি। এ মাসের শুরুতে গাড়ির ভেতর থেকে জ্যঁ-ডেভিডের ব্যাগটি খোয়া যায়। সেটির ভেতর তাঁর ওয়ালেট, ব্যাংক কার্ড এবং অন্যান্য নথিপত্র ছিল। জ্যঁ-ডেভিড ব্যাংক কর্তৃপক্ষকে তাঁর কার্ডের লেনদেন বন্ধ করে দিতে বলেন এবং তখনই জানতে পারেন, তাঁর কার্ডটি এরই মধ্যে স্থানীয় একটি দোকানে ব্যবহার করা হয়েছে।

ওই দোকানে গেলে একজন বিক্রেতা জ্যঁ-ডেভিডকে বলেন, গৃহহীনের মতো দেখতে দুই ব্যক্তি একটি কার্ড দিয়ে লটারির টিকিট কিনেছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ