কক্সবাজারে যুব কর্মসংস্থান মেলা ২৭ ফেব্রুয়ারি
Published: 24th, February 2025 GMT
কক্সবাজার জেলার চাকরিপ্রার্থীদের জন্য ২৭ ফেব্রুয়ারি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুব কর্মসংস্থান মেলা-২০২৫’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশব্যাপী চলমান ‘তারুণ্যের উৎসব ২০২৫’–এর অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হবে। আয়োজনের সহযোগিতায় রয়েছে এটুআই ও ইউএনডিপি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি কক্সবাজারের হোটেল সি প্যালেসে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবাংলাদেশি চিকিৎসক ও নার্সদের আয়ারল্যান্ডে ক্যারিয়ারের সুযোগ, পরীক্ষা তিনটি ২৩ ফেব্রুয়ারি ২০২৫কক্সবাজার জেলার তরুণ চাকরিপ্রত্যাশীদের জন্য ৩০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুই হাজারের বেশি চাকরির সুযোগ নিয়ে অন-স্পট অ্যাসেসমেন্ট করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার লক্ষ্যে এই যুব কর্মসংস্থান মেলায় অংশ নেবেন।
মেলায় অংশগ্রহণ করতে বিনা মূল্যে নিবন্ধন করতে পারেন এ ঠিকানায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সব জ র
এছাড়াও পড়ুন:
‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।