আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫
Published: 24th, February 2025 GMT
আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এছাড়া বসত ঘর ভাংচুরসহ লুটপাট করে নেয়া হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি হাজীবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরে আক্রান্ত পরিবারের গৃহবধূ সুমি আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযাগের সূত্রে জানা যায় যে, সুমি আক্তারের স্বামী নজরুল ইসলাম একজন প্রবাসী। তার স্বামীর সঙ্গে বিবাদী একই গ্রামের জজ মিয়া, মোয়াজ্জল, শাহীন, আবদুল্লাহ, সালাউদ্দিন, জয়নাল উদ্দিন, জামাল ও জুয়েল গংদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছে। এ অবস্থায় স্বামী প্রবাসে থাকার সুযোগে বিবাদী পক্ষের কেউ কেউ সুমি আক্তারকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো।
এরই ধারাবাহিকতায় ঘটনার সময় জজ মিয়ার নেতৃত্বে তাহার সহযোগিরা ধারারো অস্ত্র সস্ত্র নিয়ে সুমির বাড়িতে অনধিকার প্রবেশের মাধ্যমে হামলা করে সুমি, তার শ^শুর হাছেন, ননদ সোনিয়া, ননদের স্বামী হাছেন এবং এক ভাসুর কন্যাকে তেহারুনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং সুমি আক্তারকে মারাত্মক শ্লীলতাহানি করে। এ সময় হামলাকারীরা সুমির ঘর থেকে নগদ টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানায়, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চ্যাম্পিয়ন পিএসজির
চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিরোপা রক্ষার অভিযানে নেমেই দেখাল নিজেদের শক্তি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সের জমকালো রাতের ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিল লুইস এনরিকের শিষ্যরা।
মাঠে নেমে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল পায় পিএসজি। ব্র্যাডলি বারকোলার দারুণ পাস থেকে ফাবিয়ান রুইজ বল সাজিয়ে দেন মারকুইনহোসকে। পিএসজির অধিনায়ক নির্ভুল শটে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।
আরো পড়ুন:
জুভেন্টাস-বরুশিয়ার ৮ গোলের নাটকীয় ম্যাচে জয় পায়নি কেউ
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
এরপর আরও কয়েকটা গোল হতে পারত। কিন্তু একবার একেবারে সামনে থেকে শট উড়িয়ে ফেলেন নুনো মেন্ডেস। আরেকবার বারকোলার শট দুর্দান্ত সেভে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।
তবুও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আক্রমণের ঝড় থামেনি। ৩৯ মিনিটে জর্জিয়ার উইঙ্গার খভিচা কাভারাটস্কেলিয়া ডান দিক থেকে ভেতরে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি। ৪১ মিনিটে মারকুইনহোসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আতালান্তার মার্কিন মিডফিল্ডার ইউনুস মুসাহ। তবে বারকোলার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আতালান্তার গোলরক্ষক কার্নেসেচ্চি। তাতে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ে। বারকোলার দারুণ থ্রু বল ধরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেস এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকেও ঠাণ্ডা মাথায় শট পাঠান জালে। স্কোর হয় ৩-০।
শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে চতুর্থ গোল। আতালান্তার ক্লান্ত ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস নির্ভুল ফিনিশে শেষ করেন গোল উৎসব।
গেল মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল পিএসজি। সেই ধারাবাহিকতায় নতুন মৌসুমের শুরুতেও লিগে টানা চার ম্যাচ জিতে সবার ওপরে তারা। এবার ইউরোপের মাঠেও দেখাল নিজেদের ভয়ংকর রূপ। জানান দিলো এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়।
ঢাকা/আমিনুল