মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ। ২১ ফেব্রুয়ারি বিকেলে র্যাব গলিতে অবস্থিত ঝিনাইদহ ক্যাডেট একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশু-কিশোরেরা রংতুলিতে আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলে একুশের অনুষঙ্গ। তাদের ভাবনায় চিত্রিত হয় নান্দনিক সব কর্ম।
শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে একাডেমি চত্বর। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা জানান, সুহৃদ সমাবেশের এমন আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। শিশুরা এতে যেমন আঁকতে পারছে তেমনি এখানে এসে নানা বিষয় সম্পর্কে জানতে পারছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে তাদের ভাবনা প্রকাশ করতে পেরে।
সুহৃদ সমাবেশ কুষ্টিয়ার সাবেক সভাপতি ঝিনাইদহ ক্যাডেট একাডেমির কর্ণধার ড.
আলোচনা পর্বে অতিথিরা বলেন, ‘বাংলা ভাষার আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও গৌরবের এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছে। আমাদের ভাষা শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিসত্তার পরিচয়ও বহন করে। ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শিশুদের সম্পৃক্ত করতে হবে। আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা নিজেদের মেধা বিকাশের সঙ্গে ইতিহাস ও ভাষার তাৎপর্য সম্পর্কে জানতে পারছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আয়োজন প্রাসঙ্গিক ও যুগোপযোগী।’
কর্মসূচি শেষে সুহৃদ সদস্যরা এক সংক্ষিপ্ত
সাংগঠনিক সভায় মিলিত হন। কর্মসূচির বিভিন্ন দিক মূল্যায়ন ও পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
সাংগঠনিক সম্পাদক সুহৃদ সমাবেশ, কুষ্টিয়া
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল