ইতিহাস গড়ল ভিকি-রাশমিকার সিনেমা
Published: 26th, February 2025 GMT
ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত বলিউড সিনেমা ‘ছাবা’। ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। কারণ এ ঘরানার হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে এটি।
ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পদ্মাবত’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। ভারতে সিনেমাটি আয় করেছিল ৩০২ কোটি রুপি (নিট)। কিন্তু মুক্তির ১২ দিনে ‘ছাবা’ ভারতে আয় করেছে ৩৬৩ কোটি রুপি (নিট)। এখনো বক্স অফিসে সিনেমাটি নিজ অবস্থান ধরে রেখেছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘ছাবা’ সিনেমা ৫০০ কোটি রুপি (নিট) আয়ের মাইলকফলক সৃষ্টি করতে পারে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে বড় সাফল্য হবে।
আরো পড়ুন:
সত্যি কি ৩৭ বছরের সংসার ভাঙছে গোবিন্দর?
‘ছাবা’ ঝড়: ১১ দিনে আয় ৬২১ কোটি টাকা
‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৮৩.
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব