বান্দরবানে জেলা শহর ও শহরতলিতে এক ঘণ্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে। বান্দরবান সদর থানার কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ডের কাছাকাছি মানুরটেক এলাকার বাঁকে পুলিশের রেশনবাহী একটি ট্রাক উল্টে যায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে রেশন নিয়ে বান্দরবান পুলিশ লাইনসে যাচ্ছিল। আঁকাবাঁকা পাহাড়ি পথে মানুরটেকের বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের চাপায় চালক শামসুল আলম (৩৯) ঘটনাস্থলে মারা যান। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মণ্ডলসেন গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বান্দরবান জেলা পুলিশের রেশন ইনচার্জ ইকবাল হোসেন চৌধুরী।

অপর দিকে বেলা সাড়ে ১১টায় জেলা শহরতলির হলুদিয়ার বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ হোসেন (৩৫)। তাঁর বাড়ি বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিয়াখোলা গ্রামে। ওই মোটরসাইকেলে নিহত মোহাম্মদ হোসেনসহ তিন যাত্রী ছিলেন। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট থেকে বান্দরবান আসছিলেন। পথে হলুদিয়া এলাকায় তাঁরা দুর্ঘটনায় পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে কেরানীহাটের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে মোটরসাইকেলের চালক মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের নাম জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মাসুদ পারভেজ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত একজনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনের লাশ কেরানীহাটের একটি ক্লিনিকে রয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন দরব ন সদর দ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ