সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
Published: 28th, February 2025 GMT
সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি ও সাউথইস্ট ইউনিভার্সিটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিমা চক্রবর্তী, ফার্মেসি বিভাগের আরিফুল করিম, বিবিএ বিভাগের রেমা রাণী পল, ফার্মেসি বিভাগের সুমাইয়া আক্তার ও ফার্মেসি বিভাগের হাবিবা খানম লুবনা তাদের স্নাতক ডিগ্রি ৪.০ নিখুঁত সিজিপিএসহ সম্পন্ন করায় সম্মানজনক চ্যান্সেলর্স স্বর্ণপদক অর্জন করেন।
এছাড়া সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে নির্বাচিত বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তন সভাপতি মো. তৌহিদ হোসেন গ্র্যাজুয়েটদের হাতে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন। এ সময় চন্দ্রিমা চক্রবর্তী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের বস্তুগত সাফল্যের বাইরে গিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)।
সমাবর্তনে সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স উথইস ট ইউন ভ র স ট র উপ চ র য ন কর ন অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
তিন ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংক কর্তৃপক্ষ ২০২৪ সালের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।
ব্যাংকগুলো হলো এনআরবিসি ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও এসবিএসি ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৮ মে এনআরবিসি ব্যাংক ও এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ২৯ মে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় ব্যাংকগুলোর ২০২৪ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ঢাকা/এনটি//