Samakal:
2025-11-04@05:43:52 GMT

৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জেলে আটক

Published: 28th, February 2025 GMT

৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জেলে আটক

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জেলে ও একটি ট্রলার আটক করেছে র‌্যাব ও কোস্ট গার্ড। অপারেশন ডেভিল হান্টের আওতায় বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে কুয়াকাটার লেম্বুর বন সংলগ্ন সাগরপথে পাচারকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়াদ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) ও খলিল আহম্মদ (৩৯)। আটক জেলেরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা।

শুত্রবার বেলা ১২টায় কুয়াকাটার নিজামপুর কোস্ট গার্ড ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে এক বস্তা ভর্তি ১ লাখ পিস ইয়াবা এবং লেম্বুর বন থেকে পরিত্যক্ত আরও তিন বস্তা ভর্তি তিন লাখ পিসসহ মোট ৪ লাখ পিস উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলারসহ জেলেদের আটক করা হয়। জেলেরা সবাই ইয়াবা ব্যবসায়ী। আটককৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মহিপুর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব ও কোস্ট গার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১ 

বন্দরে ছিনতাইকারী সন্দেহে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মেহেদী হাসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

আটককৃতকে শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর)  রাতে বন্দর থানার উল্লেখিত এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় থানার টহল পুলিশ ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করে। পরে যাচাই বাছাই পর আটককৃত যুবককে পুলিশ আইনের ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • টেকনাফে মানব পাচারকারী আটক, উদ্ধার ২৫
  • বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১