ফুটবলাররা এখন শুধুই আর খেলোয়াড় নন। ফ্যাশন, বিনোদন কিংবা পণ্যদূত হিসেবেও তাঁরা বেশ গুরুত্বপূর্ণ। এমনকি গ্ল্যামারের দিক থেকেও ফুটবলাররা পাল্লা দেন বিনোদনজগতের তারকাদের সঙ্গে। আবেদনময়ী তারকা হিসেবেও নিজেদের মধ্যে লড়াই করতে হয় তাঁদের।

সম্প্রতি তেমনই এক জরিপ হয়েছে ফুটবলারদের নিয়ে। যুক্তরাজ্যে হওয়া এই জরিপটি পরিচালনা করেছে স্লটজিলা নামের একটি ওয়েবসাইট। যেখানে অংশ নিয়েছেন ২ হাজার ৫০০ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিক। শরীরী অবয়ব, স্টাইল ও ব্যক্তিত্বের নিরিখে ভোট দিয়েছেন তাঁরা।

এই ভোটাভুটিতে সবাইকে পেছনে ফেলেছেন চেলসির ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। সব মিলিয়ে ১৯ শতাংশ ভোট পেয়েছেন ৬ ফুট ২ ইঞ্চির এ ফুটবলার। শীর্ষ স্থান দখলের পথে জুড বেলিংহাম, ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্যাক গ্রিলিশের মতো তারকাদের পেছনে ফেলেছেন পালমার।

আরও পড়ুনমেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার২ ঘণ্টা আগে

পালমারের পর দুই নম্বরে আছেন জুড বেলিংহাম। তাঁর চেয়ে ২ শতাংশ ভোট কম পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। অনেকের কাছে আবেদনময় হিসেবে পরিচিত জ্যাক গ্রিলিশ আছেন তিনে। তিনি ভোট পেয়েছেন ১৫ শতাংশ।

শুধু ব্রিটিশরা ভোট দেওয়ার কারণে এই তালিকায় ইংলিশ ফুটবলারদের আধিক্য বেশি। তবে এর মাঝেও শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিন নন–ব্রিটিশ খেলোয়াড়। ৮, ৯ ও ১০ নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো (৬ শতাংশ), আর্লিং হলান্ড (৪ শতাংশ), কিলিয়ান এমবাপ্পে (২ শতাংশ)। এই তিনজন ছাড়া বাকি সাতজনই ইংল্যান্ড দলে খেলা ফুটবলার।  

সবচেয়ে আবেদনময় ফুটবলার কোল পালমার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ