পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের শেষ ম্যাচও জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার পল্টনের আউটার স্টেডিয়ামে নেপালকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল স্বাগতিকরা।

নেপালের মতো অপেক্ষাকৃত কম শক্তির প্রতিপক্ষকে দেশের মাটিতে উড়িয়ে একটু বেশিই আশাবাদী বাংলাদেশ কাবাডি দল। যে নেপাল এসএ গেমসে এখন পর্যন্ত একটিমাত্র ব্রোঞ্জ জিতেছে, সেটি ২০১০ সালে। বাংলাদেশের চোখ এখন আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে। তার আগে আরও কয়েকটি টেস্ট সিরিজের পরিকল্পনা আছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের।

নেপালকে উড়িয়ে এখন এসএ গেমসে রুপা জেতার স্বপ্ন দেখছেন অধিনায়ক মিজানুর রহমান, ‘এবার প্রস্তুতি নিয়েই গেমসে যাব। আমাদের লক্ষ্য রুপা। এমন সিরিজ খেললে নিজেদের সক্ষমতা যাচাই করা যায়।’

অনেকটা মিজানুরের সুরে কথা বলেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। তাঁরও চোখ গেমসে রুপা পুনরুদ্ধার, ‘আমরা অনেক দিন ধরেই এসএ গেমস, এশিয়ান গেমসে ভালো করছি না। আমাদের তো পদক নেই। এখন মূল লক্ষ্যই পদক উদ্ধার করা।’

নেপালকে উড়িয়ে এখন এসএ গেমসে রুপা জেতার স্বপ্ন দেখছেন অধিনায়ক মিজানুর রহমান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ