অ্যাপল, গুগল ও মেটার কাছে থাকা ব্যবহারকারীদের তথ্য কি নিরাপদ
Published: 1st, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থাকে আগের তুলনায় বেশি ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করছে অ্যাপল, গুগল ও মেটা। গোপনীয়তা সুরক্ষা নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান প্রোটনের এক গবেষণায় বলা হয়েছে, গত এক দশকে এই তিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থাকে পাঠানো ব্যবহারকারীদের তথ্যের পরিমাণ ৫৩০ থেকে ৬৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যান্য দেশ থেকে তথ্য চাওয়ার পরিমাণ বাড়লেও তা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।
প্রোটনের গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থাকে গুগল, অ্যাপল ও মেটার তথ্য দেওয়ার প্রবণতা বেড়েছে। ২০১৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট-সম্পর্কিত তথ্য শেয়ারের পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১০ বছরে শুধু গুগলের কাছেই তথ্য জানানোর অনুরোধের পরিমাণ বেড়েছে প্রায় ২ হাজার ১৭১ শতাংশ। যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, ব্যবহারকারীদের তথ্য চাওয়ার প্রবণতায় তেমন কোনো পরিবর্তন হয়নি। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলোয় তথ্য চাওয়ার পরিমাণ কিছুটা বাড়লেও তা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশ কম।
প্রোটনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার শুধু নিজ দেশের নাগরিকদেরই নয়, অন্যান্য দেশের নাগরিকদের তথ্যেও অবাধ প্রবেশাধিকার পাচ্ছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সব প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি ব্যবহার করলেও তা ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার ঝুঁকিও বাড়ছে।
প্রোটনের তথ্য মতে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রকাশ্যে জানাতে চায় না যে তারা স্বেচ্ছায় বা অর্থের বিনিময়ে বিভিন্ন দেশের সরকারি সংস্থার কাছে ব্যবহারকারীদের তথ্য পাঠিয়ে থাকে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নৈতিকতার চেয়ে অর্থ আয়ই বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র পর ম ণ প র টন র ব যবহ র সরক র
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা