‘কৌন বনেগা ক্রোড়পতি’ আর অমিতাভ বচ্চন দারুণ এক জুটি। এই বলিউড অভিনেতা সঞ্চালনা শুরুর পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় ছোট পর্দার কুইজ শোটি। সেই অমিতাভ বচ্চন কি এবার বিদায় জানাচ্ছেন ‘কেবিসি’কে? চলতি মাসের শুরুতে একটি পোস্টে সেই জল্পনা উসকে দিয়েছিলেন খোদ ‘বিগ বি’। এমনকি এমনও মনে করা হচ্ছিল তিনি ওই গেম শো-ই নয়, একেবারে রুপালি পর্দা থেকেই বিদায় নিতে চলেছেন। কেউ কেউ তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করতে থাকেন। কিন্তু অবশেষে সব জল্পনা শেষ করলেন অমিতাভ। জানিয়ে দিলেন, তাঁর ওই রহস্যময় পোস্টের অর্থ কী।

সব রহস্যের সমাপ্তি ঘটেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর নতুন পর্বে। সেই পর্বের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে বিগ বি এক ভক্তের নাচের আহ্বানে সাড়া দিতে গিয়ে কী বলছেন, তা–ও নজরে এসেছে সবার। বচ্চন বলেছেন, ‘কে নাচবে? আরে ভাই, নাচার জন্য আমাকে কেউ এখানে আনেনি।’ এরপরই এক ভক্ত জানতে চান, অমিতাভ বচ্চন যে কয়েক দিন আগে ‘যাওয়ার সময় হলো’ লিখেছিলেন, সেটার অর্থ কী? তখন অমিতাভ বলে ওঠেন, ‘যাওয়ার সময় হলো অর্থাৎ…।’ দর্শকেরা চেঁচিয়ে ওঠেন, ‘আপনি কোথাও যেতে পারবেন না।’

এরপরই বিগ বি বলে ওঠেন, ‘আরে ভাই, আমার কাজে যাওয়ার সময় হলো। আশ্চর্য কথা বলো বটে বন্ধুরা। আর যখন রাত দুইটার সময় আমার ছুটি হয়, তখন বাড়ি ফিরতে ফিরতে আরও দেরি হয়ে যায়। সেটাই লিখতে লিখতে আমার ঘুম পেয়ে গিয়েছিল…তাই সেটা অসমাপ্তই থেকে গিয়েছিল। যাওয়ার সময় অথচ আমিই কি না ঘুমিয়ে পড়লাম!’

অমিতাভের এমন মজার উত্তরে সবাই অবাক। এই অংশটুকুও ভাইরাল হয়ে গিয়েছে। বয়স ৮০ পেরোলে কী হবে, ‘তরুণ’ অমিতাভের রসবোধ যে এতটুকু কমেনি, তা যেন আবার প্রমাণিত হলো।

আরও পড়ুনব্যাংককে প্রাপ্তবয়স্কদের ক্লাবে গিয়েছিলেন অমিতাভ, এরপর.

..১৬ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ