মশার উপদ্রব থেকে খুলনা নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা, কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে শনিবার (০১ মার্চ) মশারি মিছিল ও সমাবেশ হয়েছে। নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজ এ কর্মসূচি পালন করে।
মিছিলটি পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল-সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন। সদস্য সচিব বাবুল হাওলাদার এর সঞ্চালনা করেন।
আরো পড়ুন:
ডেঙ্গু প্রতিরোধে টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান
বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী
সমাবেশে বক্তারা বলেন, খুলনা নগরীর মশা নিধনে খুলনা সিটি কর্পোরেশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। মশার উপদ্রব স্থায়ীরূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এ সঙ্কট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যে কারণে শুধু রাতে নয়, দিনে-রাতে সবসময় মশার উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের লেখাপড়াসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তারা আরো বলেন, মাঝে মধ্যে নগরীর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে কিছু ঔষধ ছিটালেও বিস্তীর্ণ এলাকা এর আওতায় আসেনি। বর্তমানে এ কার্যক্রমও বন্ধ বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। প্রয়োজন ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোঁপ-ঝাঁড় ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজাল বিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে ছিটানো।
এ ব্যাপারে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশে জানানো হয়।
সমাবেশে বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন প্রমুখ।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাল সংস্কারে ধীরগতিতে দুর্ভোগে নগরবাসী
২ / ৯ঘরের সামনে জমে আছে কালো দুর্গন্ধযুক্ত পানি