ভারতকে সুবিধা দিতে গিয়ে ভ্রমণের ঝক্কি সেমির দুই দলের
Published: 2nd, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দু’দলই ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, তবে তবে শীর্ষে থেকে কোন দল সেমিতে যাবে তা নির্ধারণে আজকের ম্যাচের গুরুত্ব অনেক। এদিকে, অন্য গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভ্রমণের বিড়ম্বনা। কারণ, ভারতের আপত্তির কারণে সেমিফাইনালের এক ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, অন্যটি লাহোরে।
চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অপর গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে। ইতোমধ্যে ‘বি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান নিশ্চিত করেছে, আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারণ হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে।
ভারত যদি এই ম্যাচে জয় পায়, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সেমিফাইনালে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে এই ম্যাচ শেষে তড়িঘড়ি করে দুবাইয়ের বিমান ধরতে হতো অজিদের, কারণ ৪ মার্চই অনুষ্ঠিত হবে তাদের সেমিফাইনাল। অন্যদিকে, ভারত যদি হারে, তাহলে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা, আর নিউজিল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে।
এই অনিশ্চয়তা এড়াতে আগেভাগেই দুবাই পৌঁছে গেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ভারত জেতে, তবে অজিরা দুবাইয়েই থেকে যাবে, আর দক্ষিণ আফ্রিকা উড়াল দেবে লাহোরে। আর যদি ভারত হারে, তাহলে প্রোটিয়ারা থেকে যাবে দুবাইয়ে, অস্ট্রেলিয়া উড়ে যাবে পাকিস্তানে, আর নিউজিল্যান্ডও লাহোরে যাবে। এই ভ্রমণের বিড়ম্বনার মূল কারণ, পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের আপত্তি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।