চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দু’দলই ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, তবে তবে শীর্ষে থেকে কোন দল সেমিতে যাবে তা নির্ধারণে আজকের ম্যাচের গুরুত্ব অনেক। এদিকে, অন্য গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভ্রমণের বিড়ম্বনা। কারণ, ভারতের আপত্তির কারণে সেমিফাইনালের এক ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, অন্যটি লাহোরে।

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অপর গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে। ইতোমধ্যে ‘বি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান নিশ্চিত করেছে, আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারণ হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে।

ভারত যদি এই ম্যাচে জয় পায়, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সেমিফাইনালে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে এই ম্যাচ শেষে তড়িঘড়ি করে দুবাইয়ের বিমান ধরতে হতো অজিদের, কারণ ৪ মার্চই অনুষ্ঠিত হবে তাদের সেমিফাইনাল। অন্যদিকে, ভারত যদি হারে, তাহলে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা, আর নিউজিল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে।

এই অনিশ্চয়তা এড়াতে আগেভাগেই দুবাই পৌঁছে গেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ভারত জেতে, তবে অজিরা দুবাইয়েই থেকে যাবে, আর দক্ষিণ আফ্রিকা উড়াল দেবে লাহোরে। আর যদি ভারত হারে, তাহলে প্রোটিয়ারা থেকে যাবে দুবাইয়ে, অস্ট্রেলিয়া উড়ে যাবে পাকিস্তানে, আর নিউজিল্যান্ডও লাহোরে যাবে। এই ভ্রমণের বিড়ম্বনার মূল কারণ, পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের আপত্তি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম ফ ইন ল

এছাড়াও পড়ুন:

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। 

আরো পড়ুন:

সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার

ঢাকা/নুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ