অস্কার থেকে সরে দাঁড়ালেন হ্যারিসন ফোর্ড, কারণ...
Published: 2nd, March 2025 GMT
রাত পোহালেই বসবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এর ঠিক আগে অস্কার থেকে সরে দাঁড়ালেন অভিনেতা হ্যারিসন ফোর্ড। এবারের আসরে ঘোষকের ভূমিকায় থাকার কথা ছিল অভিনেতার। কিন্তু এর আগে হঠাৎ কেন সরে দাঁড়ালেন? জেনে নেওয়া যাক ভ্যারাইটি অবলম্বনে।
হ্যারিসনের মুখপাত্র জানিয়েছেন, অভিনেতা সম্প্রতি শিঙ্গলস রোগে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রিপোর্ট হাতে আসার পর জানা যায়, হ্যারিসন এই রোগে আক্রান্ত হয়েছেন। এটা একধরনের ভাইরাল সংক্রমণ। রোগে আক্রান্ত হলে শরীরে র্যাশ দেখা দেয়। দেহে ব্যথা শুরু হয়।
এবারের অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করবেন জোয়ি সালদানা, স্যামুয়েল এল জ্যাকসন, রবার্ট ডাউনি জুনিয়র, ডেভ বাতিস্তা প্রমুখ। সেখানে ৮২ বছর বয়সী হ্যারিসনেরও নাম ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।
আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টা থেকে শুরু হবে অস্কার অনুষ্ঠান। এবারের অস্কারেও সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়েছে জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’।
মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে যে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’।
আরও পড়ুনডোনাল্ড ট্রাম্প হয়ে বাজিমাত, অস্কার–দৌড়ে পারবেন কি স্ট্যান১২ ঘণ্টা আগেশুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। অস্কারে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা আন্তর্জাতিক সিনেমাসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় মনোনয়ন পেয়েছে ছবিটি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’