বলিভিয়ার দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে গত শনিবার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ শিশুসহ অন্তত ৩৭ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। এটি এ বছরে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা।

কর্নেল উইলসন ফ্লোরেস এএফপিকে বলেন, উয়ুনি শহরের কাছে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ছাড়াও এ দুর্ঘটনায় ৪১ জন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে ছয়জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের পাঁচজন পেরুর নাগরিক এবং তিন বছর বয়সী এক জার্মান মেয়েশিশুও রয়েছে।

শনিবার সকালে একটি সরু দ্বিমুখী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাস ওরোরো প্রদেশের দিকে যাচ্ছিল। সেখানে লাতিন আমেরিকার অন্যতম বৃহত্তম উৎসব ওরোরো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এখানে আসেন। সরকারি তথ্য অনুসারে, প্রায় ১ কোটি ২০ লাখ বাসিন্দার দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১ হাজার ৪০০ মানুষ মারা যান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ