সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি নির্বাচিত হওয়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিডেটের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলীকে শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা (এসজেএ)।

সোমবার (৩ মার্চ) মতিঝিলের পপুলার লাইফ ইন্স্যুরেন্স ভবনে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক মো.

ওবায়দুল্লাহ মামুন এ শুভেচ্ছা তুলে দেন। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিডেটের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সহ-সাংগঠনিক সম্পাদক আদনান হাদী ও সদস্য শিমুল পারভেজ উপস্থিত ছিলেন।

এসময় বীমা খাতের উন্নয়নে আগামীতে আরো কাজ করবেন বলে জানান বিআইএফ এর সভাপতি
বি এম ইউসুফ আলী।

২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে বিআইএফ। গত সোমবার সংগঠনটির ২০২৫-২৬ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ