Risingbd:
2025-08-02@05:43:19 GMT

সুজনের জায়গায় হাবিবুল

Published: 3rd, March 2025 GMT

সুজনের জায়গায় হাবিবুল

খালেদ মাহমুদ সুজন পরিচালক থাকাকালীন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। 

দেশের ক্ষমতার পরিবর্তনের পর খালেদ মাহমুদকে ছাড়তে হয় বিসিবির পদ। তার বিভাগটিও শূন্য হয়ে পড়েছিল। সেই বিভাগের দায়িত্বে বিসিবি এবার যুক্ত করতে যাচ্ছে হাবিবুল বাশার সুমনকে। নারী ক্রিকেট বিভাগে এক বছর কাজ করার পর এবার গেম ডেভেলপমেন্টে নতুন দায়িত্ব পেলেন হাবিবুল। তবে চেয়ারম্যান হিসেবে নয়, এই বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে হাবিবুলকে যুক্ত করা হয়েছে। 

সোমবারের (৩ মার্চ) বিসিবির সভা শেষে সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেন বিসিবি পরিচালক প্রধান ইফতেখার রহমান, “হাবিবুল বাশার আগে আমাদের নারী ক্রিকেট দেখতেন। তাকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।” 

আরো পড়ুন:

মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি, থাকছেন সিমন্স-সালাউদ্দিন

বেড়েছে ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি

গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হয় হাবিবুলের। পরবর্তীতে তাকে নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেখানে ঠিকঠাক দায়িত্ব পালন করলেও হাবিবুলের ইচ্ছে ছিল আরো বিস্তৃত জায়গায় কাজ করার। তার চাওয়া ফারুক আহমেদের বোর্ড পূরণ করলো। 

এই বিভাগের মূল কাজ বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের পরিচর্যার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা। যুব দলকে নিয়ে হাবিবুলের ক্যানভাসটা অনেক বড়। সামনে তাদের শ্রীলঙ্কা সফর আছে। যুব বিশ্বকাপ ও এশিয়া কাপ বাংলাদেশ জিতলে পারফরম্যান্সের ধারাবাহিকতা খুব একটা থাকে না। সেখানে গভীরভাবে কাজ করার ইচ্ছা তার। 

এ ছাড়া অনূর্ধ্ব-১৪ দল খেলছে ইয়ং টাইগার্স ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। তরুণ, প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের পথ চলা মসৃণ করতে চান হাবিবুল। 

ঢাকা/ইয়াসিন/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা

খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন। 

দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত।  তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।” 

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ