‘দায়িত্ববোধ থেকে জীবনের ঝুঁকি নিয়েছিলাম’
Published: 3rd, March 2025 GMT
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার এএসআই মেজবাহ উদ্দিন। ২৬ বছরের চাকরি জীবনে কুখ্যাত খুনি, চিহ্নিত মাদক কারবারিসহ অনেক অপরাধীকে গ্রেপ্তার করেছেন তিনি। সাহসিকতার জন্য এসপিদের কাছ থেকে ৬২ বার পুরস্কৃত হয়েছেন। সম্প্রতি তাঁর সাফল্যের পালকে যুক্ত হয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। ২০২৫ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এএসআই মেজবাহকে এ পদক দেওয়া হয়। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মেজবাহ উদ্দিন জানান, সাহসিকতার জন্য এর আগেও তিনি এসপিদের কাছে পুরস্কৃত হয়েছেন। তবে এবারের কাজের অভিজ্ঞতা ছিল একেবারে ভিন্ন। দায়িত্ববোধ থেকেই জীবনের ঝুঁকি নিয়ে সম্প্রতি চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজ মোবারক হোসেন নাফিজের পিছু নিয়ে তাকে গ্রেপ্তার করেন তিনি। নাফিজ ভাটারা থানার একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মূলত এ কাজের জন্যই তাঁকে বিপিএম দেওয়া হয়েছে।
গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে নাফিজকে গ্রেপ্তার করেছিলেন মেজবাহ উদ্দিন। পদক পাওয়ার প্রতিক্রিয়ায় মেজবাহ বলেন, ‘এটা আমার একার অর্জন না। ডিসি স্যার থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত সবার অর্জন এটা। স্যারদের উৎসাহে এমন কাজ করার সাহস পেয়েছি। সোমবার বেলা ৩টায় বাড্ডা জোনের সহকারী কমিশনার থানার গ্রুপে পদকের কাগজ দিলে থানার অফিসার থেকে শুরু করে সবাই অভিনন্দন জানিয়েছে। আমার জন্য বাহিনী গর্বিত। বাকি চাকরি জীবন এভাবেই অপরাধীদের আতঙ্ক এবং সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
একটি সূত্র জানায়, এখন থেকে পুলিশ সদস্যদের সাহসিকতা ও ভালো কাজের জন্য সারা বছর বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এএসআই মেজবাহর সাহসী ও বীরত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সদরদপ্তরের সুপারিশে তাঁকে বিপিএম পুরস্কার প্রদানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ওই সময়ই মেজবাহ অন্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় উল্লেখ করে তাৎক্ষণিকভাবে তাঁকে ২০ হাজার টাকা পুরস্কার দেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন মামলার ২ সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলা ও বন্দর থানার মাদক মামলার ২ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদস্থ ঠাকুরবাড়ী এলাকার মনা মিয়ার ছেলে সিদ্ধিরগঞ্জ থানার রুজুকৃত ৪৯(১)২২ নং ডাকাতি প্রস্তুতি মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী শাকিব (২৫) ও বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত সানোয়ার হোসেন মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত ৬(৪)২৩ নং মাদক মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী সোহেল (৪৫)।
ধৃতদের সোমবার ( ৩ নভেম্বর) দুপুরে পৃথক সাঁজা ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২ নভেম্বর) রাতে বন্দর থানার শাহীমসজিদ ও দড়ি সোনাকান্দা এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বন্দর ফাঁড়ী এএসআই বিরাজসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের ডাকাতি প্রস্তুতি মামলার ১ বছেরর সাঁজাপ্রাপ্ত আসামী শাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও একই রাতে বন্দর থানার অপর এএসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত থানার মাদক মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।