ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের শর্তাবলি হঠাৎ পরিবর্তন করল মজিলা, কেন
Published: 4th, March 2025 GMT
গত সপ্তাহে নিজেদের তৈরি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের শর্তাবলি হালনাগাদ করেছে মজিলা। নতুন শর্তাবলির একটি অংশে বলা হয়েছে, ব্যবহারকারীরা ফায়ারফক্সের মাধ্যমে কোনো তথ্য অনলাইনে আপলোড করলেই সেটি ব্যবহারের জন্য মেধাস্বত্বহীন বৈশ্বিক লাইসেন্স দিয়ে থাকেন, যা ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করে। তবে এই শর্ত নিয়ে শুরু থেকেই ব্যবহারকারীদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে অবশেষে শর্তটি পরিবর্তন করেছে মজিলা।
ফায়ারফক্স ব্যবহারকারীদের অভিযোগ, গত সপ্তাহে প্রকাশিত নতুন শর্তাবলির মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে তথ্যের মালিকানা সংগ্রহ করছে মজিলা। এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর অবশেষে বিতর্কিত শর্তটি পরিবর্তন করা হয়েছে।
ফায়ারফক্স ব্রাউজারের সংশোধিত শর্তাবলিতে বলা হয়েছে, ব্যবহারকারীরা ফায়ারফক্সের মাধ্যমে কোনো তথ্য অনলাইনে আপলোড করলেই সেটি ব্যবহারের জন্য মেধাস্বত্বহীন বৈশ্বিক লাইসেন্স দিয়ে থাকেন। তবে, এটি মজিলাকে ওই তথ্যের ওপর কোনো মালিকানা দেবে না।
এক ব্লগ বার্তায় মজিলা জানিয়েছে, ব্যবহারকারীদের উদ্বেগের বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে লাইসেন্স–সংক্রান্ত ধারাগুলো। আমাদের উদ্দেশ্য ছিল, ফায়ারফক্স কীভাবে কাজ করে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা। তবে এতে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আমরা শর্তাবলিতে পরিবর্তন এনেছি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র র
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি