বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযানে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে ওই জেলের মৃত্যু নিয়ে নিহতের পরিবার ও মৎস্য অধিদপ্তর পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

জান যায়, নিহত জেলের নাম মিরাজ ফকির (৩০)। তিনি মেহেন্দিগঞ্জের মিয়ারচর গ্রামের ফখরুল ইসলাম ফকিরের ছেলে।

নিহতের ভাই রবিউল ফকির জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালাবদর নদীর শ্রীপুর এলাকায় তার ভাই মিরাজ ফকির অন্যান্য জেলেদের সঙ্গে মাছ ধরছিলেন। এসময় একটি স্পিড বোর্ড জেলেদের নৌকার ওপর দিয়ে উঠিয়ে দেওয়ায় মিরাজ গুরুতর আহত হয়।

তিনি জানান, অন্যান্য জেলেরা গুরুতর অবস্থায় মিরাজকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

মৎস্য অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালন নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধন বন্ধে তাদের একটি দল সোমবার রাতে কালাবদর নদীতে অভিযান চালায়। তারা অনেকগুলো জাল জব্দ করে। ওই জাল ছিনতাইয়ের জন্য জেলেদের একটি ইঞ্জিনচালিত নৌকা অভিযানকারী দলের স্পিডবোটের দিকে ধেয়ে আসে। নৌকাটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে স্পিডবোটের ওপর পড়ে। তখন দুর্ঘটনায় এক জেলে নিহত হন। বিষয়টি দুর্ঘটনা বলে দাবী করেন উপ-পরিচালক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ