সেমির আগে জর্জ লেন্ডিকে আনছে প্রোটিয়ারা
Published: 4th, March 2025 GMT
নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের আগে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জর্জ লেন্ডিকে উড়িয়ে আনছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার এইডেন মার্করাম ইনজুরিতে পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ট্রাভেল রিজার্ভ হিসেবে মার্করামের বিকল্প ভাবনায় জর্জ লেন্ডিকে দলে যুক্ত করছে দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার লাহোরে অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা। মার্করামের ফিটনেস টেস্ট দেওয়ার কথা আছে ওই সময়। তিনি ফিট সার্টিফিকেট পেলে ম্যাচ খেলবেন। দলে যোগ দিলেও সেমিফাইনালে খেলা হবে না লেন্ডির।
মূলত ফাইনাল চিন্তায় প্রোটিয়ারা অলরাউন্ডার লেন্ডিকে দলে যুক্ত করছে। যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। আবার দক্ষিণ আফ্রিকা ফাইনালে যায়। সেক্ষেত্রে দুবাইতে খেলতে হবে দুই দলের। দুবাইয়ের উইকেটে জর্জ লেন্ডি কার্যকর অলরাউন্ডার হতে পারেন, ওই চিন্তায় দলে যুক্ত করা হচ্ছে তাকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।