শুরু হলো বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর আয়োজনে ‘বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৫’। এই আয়োজনের নির্বাচিত বই দুটি হলো কথাসাহিত্যিক ও গবেষক আব্দুর রউফ চৌধুরীর ‘রবীন্দ্রনাথ: চির-নূতনেরে দিল ডাক’। বইটি প্রকাশ করেছে আদিত্য প্রকাশ। আরেকটি হলো ‘নজরুল: সৃজনের অন্দরমহ’। এই বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক এতে অংশ নিতে পারবেন। লেখা জমা দেওয়ার শেষ সময় ১৪ এপ্রিল ২০২৫।
অংশগ্রহণকারী রিভিউকারদের জন্য থাকছে মোট ১০টি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার দুটি ১০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার দুটি ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার দুটি ৩ হাজার টাকা করে। এছাড়া পরবর্তী নির্বাচিত সেরা ৪ জন আলোচক পাবেন ২ হাজার টাকা করে।
আরো পড়ুন:
তিন বছরের দণ্ড থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান
১১৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
নগদ অর্থমূল্যের সঙ্গে সেরা ১০জন আলোচককে দেওয়া হবে এক হাজার টাকা সমমূল্যের বই।
আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার জন্য নিয়ম হলো-নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। লেখায় আলোচ্য বই থেকে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে যুক্তিসংঙ্গত ও সংযমী হতে হবে। বই আলোচনা নূন্যতম এক হাজার ২০০ শব্দের মধ্যে হতে হবে। লেখার নিচে লেখকের পুরো নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ১৪ এপ্রিলের মধ্যে লেখা সুতন্বী এমজি ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে। ইমেইল ঠিকানা [email protected]।
প্রাপ্ত রিভিউ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের হাতে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। আয়োজন সম্পর্কিত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রতিযোগিতা সম্পর্কিত যোগাযোগ : সম্পাদক, এবং বই, মোবাইল ০১৬১৫ ৫৮০০৯৩।
ঢাকা/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
ঢাকা সিটি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.০০
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
মানবিক বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
ভর্তি ও কলেজসংক্রান্ত তথ্য
১. অনলাইনের মাধ্যমে ঢাকা সিটি কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রেখে আবেদন করতে হবে। আবেদনের সময় থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করতে হবে।
২. অনলাইনে আবেদনের ওয়েবসাইট
৩. অনলাইনে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
৪. আবেদনের তারিখ ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫।
৫. প্রভাতি শাখা ছাত্রী এবং দিবা শাখা ছাত্রদের জন্য।
৬. ছাত্রীদের ক্লাস সকাল ৭:৩০টা থেকে এবং ছাত্রদের ক্লাস দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট