চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আজ মঙ্গলবার দুই জাহাজের সংঘর্ষের পর একটির সঙ্গে আরেকটি আটকে যায়। প্রায় চার ঘণ্টা পর বন্দরের একটি দল জাহাজ দুটি নিরাপদে সরিয়ে নেয়। তাতে বন্দরে বড় দুর্ঘটনার শঙ্কা থেকে মুক্ত হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাম তেলবাহী ট্যাংকার এমটি রাইনের সঙ্গে কনটেইনারবাহী জাহাজ ইয়াং ইউ-১১ জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। তীব্র স্রোতের কারণে কনটেইনারবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে রাইনের নোঙরের কেব্‌লের সঙ্গে ইয়াং ইউ জাহাজের প্রপেলার আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিস্থিতি বন্দরের তিনটি সাহায্যকারী জলযান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বন্দরের পাইলট ও কর্মচারীদের সমন্বয়ে একটি দল চার ঘণ্টা পর দুই জাহাজকে নিরাপদে সরিয়ে নেয়।

বন্দর সচিব মো.

ওমর ফারুক প্রথম আলোকে বলেন, জাহাজ দুটি এখন নিরাপদ আছে। বন্দরের বহির্নোঙরে জাহাজ চলাচলসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ঘর ষ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ