‘যেখানে জীবনের চাওয়া–পাওয়াই মুখ্য’
Published: 4th, March 2025 GMT
সম্প্রতি মুক্তি পেয়েছে ব্যান্ডদল কুহক-এর নতুন গান ‘জলপরী শ্লোক’। গানটি মূলত আধ্যাত্মিক ও জীবনদর্শনমূলক। গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমন। তিনি জানান, মানুষ সারা জীবন যা খুঁজে বেড়ায়, সেটাই এই গানের মধ্যে উঠে এসেছে। রূপক অর্থে গানে মানুষের জীবনের অপ্রাপ্তির কথা বলা হয়েছে। গানটি প্রথম দুই লাইন এমন, ‘ঝিঁঝি টানা গান গায়, কাঁদে নার্সিসাস, বুকে নীল পাখি হায়, থাকে না আকাশ।’
সংগীতশিল্পী ইমন বলেন, ‘মানুষ সব সময়ই কোনো কিছুর খোঁজে থাকে। যেমন আমাদের জীবনের সেরা সময়, শৈশব। সেখানে আমরা এখনো ফিরে যেতে চাই। শৈশবকে খুঁজে পাই না পাই, স্মৃতির প্রতি একটা মায়া থেকেই যায়। গানের কথায় জীবনের তেমন ঘটনাগুলোই প্রাধান্য পেয়েছে। যেখানে জীবনের চাওয়া–পাওয়াই মুখ্য।’
গানের পোস্টার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ বন র
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা