নিখোঁজের ৩দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা ছাত্র আরাফাতের
Published: 5th, March 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের খানপুর বউবাজার সংলগ্ন মারকাজুল দাওয়াতি কোরআন মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মো. আরাফাত (১২) এর সন্ধান তিন দিনেও মিলেনি। নিখোঁজ মো. আরাফাত ৫২/১ কেবি সাহা বাইলেন আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর ছেলে।
গত সোমবার (৩ মার্চ) ফরজ নামাজের সময় ভোর আনুমানিক ৫ টায় মাদ্রাসা থেকে বের হয়ে মাদ্রাসা কিম্বা বাসায় আর ফিরে আসেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল হালকা নেভি ব্লু রংয়ের পাঞ্জাবি ও পায়জামা। এ ঘটনায় নিখোঁজ মো.
নিখোঁজ আরাফাতের পরিবার থেকে জানানো হয়, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে আরাফাতককে পাওয়া যায়নি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা অথবা নিকটস্থ যে কোনো থানাকে অবহিত করার জন্য অনুরোধ জানান তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আর ফ ত
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
আড়াইহাজারে সেপটি ট্যাংকির ঝুঁকি ও করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈইলার কান্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড কার্যালয়ের সামনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আয়োজন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন- ২ ।
উক্ত প্রশিক্ষণে আড়াইহাজার এলাকায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এবং সচেতনার মাধ্যমে সেফটি ট্যাংকির দূর্ঘটনার মোকাবেলা করে জীবন রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি । এই সময় নারায়ণগঞ্জ জোন-২ এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: রবিউল হাসানসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক বাছেদ বলেন, নতুন এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আমরা চাই এই ধরণের প্রশিক্ষণ সবাইকে দেওয়া হোক।