বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান
Published: 5th, March 2025 GMT
পবিত্র রমজান মাসে নগরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে পুলিশের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা নেওয়ার জন্য বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের হাতে চেক তুলে দেন।
এসময় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকার যে রাজস্ব পায়, তার মধ্যে নারায়ণগঞ্জ শীর্ষে। এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় যানজট নিরসনের জন্য ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে নারায়ণগঞ্জের যানজট নিরসনের জন্য কমিউনিটি পুলিশের বেতন/ভাতা প্রদানের লক্ষ্যে আমরা পুলিশকে সহায়তা করেছি।
চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বাংলাদেশে নারায়ণগঞ্জকে ব্যবসার প্রাণকেন্দ্র বলা হয়। এখানে যে যানজটের দুর্ভোগ রয়েছে, তা কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। যাতে ব্যবসায়ীরা ও নগরবাসী দ্রুত তাদের কর্মস্থলে পৌঁছাতে পারেন। কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করছি।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জ আমাদের সবার, এবং এখানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের একটি বড় অবদান রয়েছে। আমরা চাই নারায়ণগঞ্জ যানজটমুক্ত থাকুক, বিশেষ করে রমজান মাসে। ওনারা কমিউনিটি পুলিশের জন্য যে সহযোগিতা করেছেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসককে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার, মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম হ ম মদ র রহম ন ব যবস য় র জন য য নজট
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ফতুল্লায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘বেলী ফুড’ নামে একটি কারখানার কার্যক্রম অবৈধভাবে পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বুধবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে ‘বেলী ফুড’ নামের প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পরিবেশ সুরক্ষায় এবং আইন মেনে চলতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশ আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।