ফের একসঙ্গে পর্দায় আসছেন প্রিয়াঙ্কা-কঙ্গনা
Published: 5th, March 2025 GMT
একসঙ্গে জুটি হয়ে সিনেমায় অভিনয় করেছেন। এ সফরে তাদের পাওয়া গেছে ‘ফ্যাশন’ ও ‘কৃষ ৩’ সিনেমায়। একসঙ্গে অভিনয় করলেও দু’জনের মতামত সাধারণত বিপরীতমুখী। বেশ কিছু ক্ষেত্রে দু’জনের দ্বিমতও হয়েছে। নিজেদের মতবিরোধ সারিয়ে এবার এক হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রনৌত। আগামী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফের একসঙ্গে দুই নায়িকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘বেশ কিছু দিন ধরে পুরনো কিছু ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কিছু কিছু ছবির জনপ্রিয়তা যে এখনও তুঙ্গে, তা ফের প্রমাণিত। তেমনই মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা ও কঙ্গনার ছবি ‘ফ্যাশন’। ৭ মার্চ থেকে ১৩ পর্যন্ত এই ছবি দেখা যাবে প্রেক্ষাগৃহে।
পরিচালক মধুর ভান্ডারকর সমাজমাধ্যমে লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে ফিরে এল ‘ফ্যাশন’ ছবিটি।”
‘ফ্যাশন’ সিনেমায় প্রিয়াঙ্কা ও কঙ্গনা ছাড়াও ছিলেন অভিনেত্রী মুগ্ধা গডসেও। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। তবে এর পরে বলিউডের একাধিক বিষয় নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সূত্র: আনন্দবাজার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: একসঙ গ
এছাড়াও পড়ুন:
আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিল