ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করলো যুক্তরাষ্ট্র
Published: 5th, March 2025 GMT
ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র্যাটক্লিফ এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে রাশিয়ার বাহিনীকে লক্ষ্যবস্তু করার ব্যাপারে ইউক্রেনের ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সামরিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন কিয়েভকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তার সবই করবে।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হোয়াইট হাউজে সংবাদমাধ্যমের সামনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর জেরে জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এছাড়া ইউক্রেনের সঙ্গে যে খনিজ চুক্তি স্বাক্ষরের কথা ছিল তা স্থগিত করা হয়।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। তাতে জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে আসতে ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
বুধবার সিআইএ-এর পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, “আমি মনে করি সামরিক ফ্রন্ট এবং গোয়েন্দা ফ্রন্টে বিরতি (যা ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত করেছিল) কেটে যাবে। আমি মনে করি আমরা ইউক্রেনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কারণ আমাদের সেখানে বিদ্যমান আগ্রাসনকে প্রতিহত করতে হবে। কিন্তু এই শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার জন্য বিশ্বকে আরো ভালো জায়গায় তৈরি করতে হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র স থ
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল