ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার
Published: 6th, March 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৌদিতে একঝাঁক বাংলাদেশি তারকা
গান শোনাতে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা সংগীতশিল্পী। এ তালিকার প্রধান আকর্ষণ নগরবাউল জেমস। তাছাড়াও রয়েছেন— দিলশাদ নাহার কনা, ইমরান, মিলা প্রমুখ।
গতকাল সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে ‘রিয়াদ সিজন’। এটি ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত সাত বছর ধরে অনুষ্ঠানটি আয়োজন করছে সৌদি সরকার। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা।
এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এটি অনুষ্ঠিত হচ্ছে রিয়াদের দাম্মাম শহরে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরবেন তারকা শিল্পীরা। সেইসঙ্গে বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
আরো পড়ুন:
‘রাজনৈতিক পরিচয় থাকলে কি শিল্পীকে অসম্মান করা যায়?’
মৌসুমী ইকবালের ‘বাউরা ছোঁড়া’
এ বিষয়ে জেমস গণমাধ্যমকে বলেন, “সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব। ৯ মে জেদ্দায় আরো একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইব। এরপর ২০২৫ সালের ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাব।”
এ আয়োজনের বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গান পরিবেশন করেন গাইবেন দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা।
উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। অনুষ্ঠানের শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।
বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।
ঢাকা/শান্ত