যুগ পেরিয়েও কিছু গানের আবেদন এতটুকু ম্লান হয়নি। আহমেদ রাজীবের গাওয়া তেমনই একটি গান ‘আজ দুঃখ ভোলার দিন’; যা এখনও শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে। সে কারণেই একুশ বছর পর এ গানের রিক্রিয়েশন ভার্সন তৈরি করেছেন রাজীব।
প্রকাশ করেছেন জি-সিরিজের গ্লোবাল মিউজিক স্টোরে। শিগগিরই গানের ভিডিওটি ইউটিউবেও প্রকাশ করবেন বলে এই গানের শিল্পী, গীতিকার ও সুরকার রাজীব জানান।
এদিকে ‘আজ দুঃখ ভোলার দিন’-এর রিক্রিয়েশন ভার্সন প্রকাশের পাশাপাশি রাজীব ব্যস্ত সময় পার করছেন নতুন একক ও হ্যালির ধূমকেতু ব্যান্ডের বেশ কিছু গানের আয়োজন নিয়ে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক