যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে : অধ্যাপক হারুনুর রশিদ খান
Published: 7th, March 2025 GMT
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ মার্চ শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া রুপশী বাংলাদেশ কনভেনশন চাইনিজ রেস্টুরেন্টে যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় সহ -সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, তিনি বলেন সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা আল্লাহর এই বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই আগামী দিনে সংসদ প্রতিনিধি হিসেবে জনগন ভোট দিবে।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার।
তিনি বলেন ছাত্র-জনতার আত্ম ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন ভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুণ্ঠন করছে তাদের এখন শক্ত হাতে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন বলেন, আল্লাহ কুরআনে বলেছেন শ্রমিকের ঘাম শুখানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
যাকাত শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় আইনজীবী, ডাক্তার, ব্যাবসায়ী সহ সি বি এ নেতাদের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার কে সর্বাত্মক সহযোগিতার ঘোষনা দেওয়া হয় মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের পক্ষ থেকে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ডিআইটিতে জুলাই-আগস্ট কর্নার উদ্বোধন
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ডিআইটি মসজিদের পার্শ্বে রবিবার সকাল ১১ টায় জুলাই কর্নার উদ্বোধন করা হয়।
ৎএসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল আউয়াল হাফি. (পীর সাহেব খুলনা), আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি আ. মজিদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যে যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট দূর হয়েছে। তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ পাক তাদের শহীদী মর্যাদায় ভূষিত করুন এবং আহতদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।
নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই-আগস্ট আন্দোলন আমাদের প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা আগামীতে সুন্দর দেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। কোন নব্য ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও দুর্নীতি যাদের পেশা তারা যেন কোনক্রমেই রাষ্ট্রক্ষমতার বসতে না পারে সে ব্যাপারে সকল জনগণকে সজাগ থাকতে হবে।