নিজের মতো দেখতে ভক্তকে রোনালদো বললেন, ‘তুমি খুব কুৎসিত’
Published: 8th, March 2025 GMT
ঘটনাটি গতকাল রাতে সৌদি প্রো লিগে আল নাসর ও আল শাবাবের মধ্যকার ম্যাচ শুরুর আগের। অনুশীলনের মধ্য দিয়ে মাঠে নামার শেষ প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর সতীর্থরা। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন অল্প কিছু দর্শকও।
যাঁরা গ্যালারিতে থেকে উপভোগ করছিলেন রোনালদোদের রানিং। সে সময় স্ট্যান্ডে এমন এক রোনালদো–ভক্ত ছিলেন, যিনি দেখতে অনেকটা রোনালদোর মতোই। এমনকি তাঁর চুলের স্টাইল, দাঁড়ানোর ভঙ্গি এবং মুখের অভিব্যক্তিও দেখতে রোনালদোর মতোই।
দৌড়াতে থাকা রোনালদোর একটু পর চোখ পড়ে তাঁর মতো দেখতে পর্তুগালের জার্সি পরা সেই লোকটির ওপর। একপর্যায়ে রানিং অবস্থাতেই হঠাৎ করে সেই ভক্তের উদ্দেশে কথা বলতে শুরু করেন রোনালদো। আল নাসর তারকা বলেন, ‘ভাই, তুমি দেখতে আমার মতো না। একেবারেই আমার মতো না। তুমি দেখতে খুবই কুৎসিত।’ রোনালদোর এই কথার জবাবে তাঁর মতো দেখতে সেই ভক্তও প্রতি উত্তর দেন।
আরও পড়ুনরোনালদোর গোল নাম্বার ৯২৬: অর্ধেক তাঁর ৩০-এর আগে, অর্ধেক ৩০-এর পরে৮ ঘণ্টা আগেরোনালদোর দৃষ্টি আকর্ষণ করতে পেরে উৎফুল্ল সেই ভক্ত বলেন, ‘ভাই তুমি সেরা। তুমিই সেরা।’ তাঁর এই কথার জবাবে হাসতে হাসতে থাম্বস আপ দেখান রোনালদো। মজার এই কথোপকথনের পুরোটাই রোনালদো অবশ্য দৌড়াতে দৌড়াতে করেছেন। আর ভক্তের সঙ্গে রোনালদোর এই খুনসুটিতে মজা পেয়েছেন অন্যরাও।
ভক্তের সঙ্গে মজা করার ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত হাসিমুখে শেষ করতে পারেননি রোনালদো। নিজে গোল পেলেও জিততে পারেনি দল। আল শাবাবের সঙ্গে আল নাসর ড্র করেছে ২-২-এ। তবে এই ম্যাচে গোল করে হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ‘সিআর সেভেন’। রোনালদোর গোল এখন ৯২৬।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।