নিজের মতো দেখতে ভক্তকে রোনালদো বললেন, ‘তুমি খুব কুৎসিত’
Published: 8th, March 2025 GMT
ঘটনাটি গতকাল রাতে সৌদি প্রো লিগে আল নাসর ও আল শাবাবের মধ্যকার ম্যাচ শুরুর আগের। অনুশীলনের মধ্য দিয়ে মাঠে নামার শেষ প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর সতীর্থরা। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন অল্প কিছু দর্শকও।
যাঁরা গ্যালারিতে থেকে উপভোগ করছিলেন রোনালদোদের রানিং। সে সময় স্ট্যান্ডে এমন এক রোনালদো–ভক্ত ছিলেন, যিনি দেখতে অনেকটা রোনালদোর মতোই। এমনকি তাঁর চুলের স্টাইল, দাঁড়ানোর ভঙ্গি এবং মুখের অভিব্যক্তিও দেখতে রোনালদোর মতোই।
দৌড়াতে থাকা রোনালদোর একটু পর চোখ পড়ে তাঁর মতো দেখতে পর্তুগালের জার্সি পরা সেই লোকটির ওপর। একপর্যায়ে রানিং অবস্থাতেই হঠাৎ করে সেই ভক্তের উদ্দেশে কথা বলতে শুরু করেন রোনালদো। আল নাসর তারকা বলেন, ‘ভাই, তুমি দেখতে আমার মতো না। একেবারেই আমার মতো না। তুমি দেখতে খুবই কুৎসিত।’ রোনালদোর এই কথার জবাবে তাঁর মতো দেখতে সেই ভক্তও প্রতি উত্তর দেন।
আরও পড়ুনরোনালদোর গোল নাম্বার ৯২৬: অর্ধেক তাঁর ৩০-এর আগে, অর্ধেক ৩০-এর পরে৮ ঘণ্টা আগেরোনালদোর দৃষ্টি আকর্ষণ করতে পেরে উৎফুল্ল সেই ভক্ত বলেন, ‘ভাই তুমি সেরা। তুমিই সেরা।’ তাঁর এই কথার জবাবে হাসতে হাসতে থাম্বস আপ দেখান রোনালদো। মজার এই কথোপকথনের পুরোটাই রোনালদো অবশ্য দৌড়াতে দৌড়াতে করেছেন। আর ভক্তের সঙ্গে রোনালদোর এই খুনসুটিতে মজা পেয়েছেন অন্যরাও।
ভক্তের সঙ্গে মজা করার ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত হাসিমুখে শেষ করতে পারেননি রোনালদো। নিজে গোল পেলেও জিততে পারেনি দল। আল শাবাবের সঙ্গে আল নাসর ড্র করেছে ২-২-এ। তবে এই ম্যাচে গোল করে হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ‘সিআর সেভেন’। রোনালদোর গোল এখন ৯২৬।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।