র্যাংগস ই-মার্টের ঈদ শপিং ক্যাম্পেইন উদ্বোধন
Published: 9th, March 2025 GMT
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে র্যাংগস ই-মার্ট-এর ঈদ ক্যাম্পেইন “ঈদের খুশি Extremely বেশি”, যেখানে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ধরনের অনেক অফার।
রবিবার (৯ মার্চ) র্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামিন শরীফ চৌধুরী-ডিভিশনাল ডিরেক্টর, ইরাজ এইচ.
ক্যাম্পেইন সম্পর্কে ইয়ামিন শরীফ চৌধুরী-ডিভিশনাল ডিরেক্টর বলেন, “ঈদ-উল-ফিতরের আনন্দকে আরও বাড়াতে র্যাংগস ই-মার্ট গ্রাহকদের দিচ্ছে বিভিন্ন আকর্ষণীয় ডিল ও অফারস। এর লক্ষ্য হলো বিভিন্ন সারপ্রাইজ ও পুরষ্কার দিয়ে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরো প্রাণবন্ত করে তোলা।”
র্যাংগস ই-মার্ট-এর ঈদ ক্যাম্পেইনের আওতায়, র্যাংগস ই-মার্ট ইলেক্ট্রনিক পণ্য ক্রয়ে থাকছে ফ্রি গিফট, সর্বোচ্চ ৫৩% পর্যন্ত মূল্য ছাড়, ২৪ মাস পর্যন্ত ফ্রি ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অফার এছাড়া LG OLED TV- যার বাজার মূল্য ৪,৪৯,০০০ টাকা, এটি জেতার আকর্ষণীয় সুযোগ। এর সঙ্গে ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে অতিরিক্ত ছাড় সুবিধা। তার মধ্যে, ইস্টার্ন ব্যাংক পিএলসি কার্ডে ১০%, লংকাবাংলা ব্যাাংকের কার্ডে ১০% ও ব্যাংক এশিয়ার কার্ডে ৭% পর্যন্ত ছাড় (শর্ত প্রযোজ্য)।
ক্রেতারা আরো পাবেন বিনামূল্যে ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে rangsemart.com.bd ভিজিট করে অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে।
ঢাকা/হাসান/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক য ম প ইন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা