সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা দেশে সংঘটিত বিভিন্ন নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবি জানান।

আজ রোববার দুপরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিক হয়। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর’, ‘নারীর নিরাপত্তা দেশের নিরাপত্তা’, ‘নারী নির্যাতন বন্ধ কর’, ‘ঘরে ও বাইরে নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে’- ইত্যাদি স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। 

সমাবেশে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি শিক্ষক নাজনীন নাহার ইসলাম বলেন, ‘একজন শিশু, যুবতী, মধ্যবয়স্কসহ কোনো নারী দেশে আজ নিরাপদ না। আইনের ফাঁকফোকরের কারণে ধর্ষকরা বেঁচে যাচ্ছে। এটি হতে দেওয়া যাবে না।’

সমাবেশে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক রাকিবা নবী বলেন, ‘দেশে নারী নির্যাতন ও নারীদের অধিকাররোধে আইন রয়েছে। কিন্তু এই আইনের অধিকারগুলো আমরা আদায় করতে পারছি না। দেশের নারী পুরুষ সবাইকে বিচার ও অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। দৈনন্দিন জীবনে নারীদের সর্বক্ষেত্রে নিরপত্তা নিশ্চিত করতে হবে। এটিই এখন বড় চ্যালেঞ্জ।’

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহার এ সমাবেশের সঞ্চালনা করেন।

এছাড়াও চলমান হেনস্তা, ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এবং ধর্ষণের শাস্তি ফাঁসি কার্যকরের জন্য মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের নারী শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ