বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দুপচাঁচিয়া উপশাখার উদ্বোধন
Published: 9th, March 2025 GMT
বগুড়ার দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) উপশাখাটির উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. সাহাবুদ্দিন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো.
এ পর্যন্ত মোট ৩১টি শাখা-উপশাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। খুব শিগগিরই রাজধানীর মিরপুরে ব্যাংকের আরো একটি শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
এছাড়াও ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে নতুন শাখা ও উপশাখা চালু করার কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক