ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। ‘হ্যারি পটার’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অভিনেতার মুখপাত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট।
সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় সাইমন ফিশারের মুখপাত্র লিখেছেন, ‘সাইমন ফিশার রোববার (৯ মার্চ) মৃত্যুবরণ করেন। আমি শুধু তার কর্মী ছিলাম না, ১৫ বছরের বন্ধুত্ব ছিল আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’
২০০১ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় হাফলপাফ হাউসের ভূত ফ্যাট ফ্রিয়ারের ভূমিকায় দেখা গিয়েছিল সাইমন ফিশারকে। এ ছাড়া জনপ্রিয় সিরিজে ‘ডক্টর হু’তে অভিনয় করেন তিনি।
বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন সাইমন ফিশার। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুনস্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার২৭ ফেব্রুয়ারি ২০২৫টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের বাইরে অডিও ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় ছিলেন সাইমন ফিশার। তিনি ‘ডক্টর হু: দ্য কার্স অব স্লিপি হলো’তে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ইমন ফ শ র জনপ র য়
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা