রেগুলার ওয়্যার নিয়ে কাজ করে ‘সুতলি’। এই ব্রান্ডের স্বত্বাধিকারী রিফাত আনোয়ার লোপা শুরু থেকেই ‘কলমকারি’ফেব্রিক নিয়ে কাজ করছেন তিনি। বলতে গেলে এটিই সুতলি’র সিগনেচার ফেব্রিক। এর সঙ্গে আছে দেশীয় হ্যান্ডলুম, রেমি কটন, কর্ডোরি কটনতো আছেই। পোশাকের জমিনে নকশা ফুটিয়ে তোলার জন্য স্ক্রিন প্রিন্ট, ব্লক, প্যাচওয়ার্ক, অ্যাম্ব্রয়ডারির কাজ করে থাকে সুতলি। ফেব্রিক একই রেখে ঈদ পোশাকে এসেছে নকশায় আর কাটে এসেছে নতুনত্ব। পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের ভাইব।
রিফাত আনোয়ার লোপা রাইজিংবিডিকে বলেন, এবার ঈদ কালেকশনে থাকছে সিঙ্গেল কুর্তি, কুর্তি প্যান্ট সেট, থ্রিপিস, পাঞ্জাবি, টপস ও শার্ট। ঈদ কে সামনে রেখে নতুন প্রজেক্ট হিসেবে আছে- লিনেন মিক্সড রেমি কটন কুর্তি আর জুট মিক্সড রেমি প্যান্টের মিশেলে স্টিচড টু-পিস সেট।
সুতলির ঈদ পোশাকে কুর্তির সামনে আর পিছনে প্লেট দেওয়া হয়েছে। আর কুর্তির শোল্ডার, স্লিভ, ব্যাক সাইড, প্যান্টে অ্যামব্রয়ডারি কাজ করা হয়েছে। সুতলির এবারের একটি প্রজেক্ট ‘সুন্দরি কমলা’। এই প্রজেক্টে কুর্তি, প্যান্ট ও ওড়না থাকছে। ম্যাট কমলা আড়ং সেল্ফ ডিজাইন কটন কুর্তির বুকে অ্যাম্ব্রয়ডারি, সামনে, স্লিভ আর পিঠে ব্লক প্যানেল, কুর্তির ডানে একটা পকেট। সুপার স্লাব স্ক্রিনপ্রিন্টের প্যান্ট, ডাবল পকেট আর টাইডাই ওড়না; এই হলো সুন্দরি কমলার বৈশিষ্ট্য।
আরো পড়ুন:
ঈদে ফিউশনধর্মী পোশাক এনেছে ‘খাদি বাই নুভিয়া’
হাফসা মোসলেমের ঈদের গহনায় আভিজাত্য
আরও থাকছে ‘কুন্তল’। এই প্রজেক্টে কর্ডোরয় কটন ফেব্রিক্সের কুর্তিতে ডাবল পকেট, স্লিভ, গলার প্লেটে অ্যম্ব্রয়ডারি করা হয়েছে। আরও কিছু কুর্তি এনেছে সুতলি। এ ছাড়াও আছে সিঙ্গেল কুর্তি ‘রিফাত’।
রাইজিংবিডি জানতে চেয়েছিল, ঈদের দিন কেমন পোশাক পরবেন সুতলির স্বত্বাধিকারী?— রিফাত আনোয়ার লোপা বলেন, ‘‘ঈদের দিনের পোশাকে আমি সুতলিকেই বেছে নেই। এবার সুন্দরী কমলা থ্রিপিসটা পরবো।’’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ প শ ক ব রয়ড র ক জ কর
এছাড়াও পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে বিরুদ্ধে বেইজিং কোনো পদক্ষেপ নেবে না, কারণ ‘তারা এর পরিণতি কী হতে পারে তা জানে’। খবর আনাদোলুর।
রবিবার সিবিএস ৬০ মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা খোলাখুলিভাবে বলেছেন, ‘ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন আমরা কখনোই কিছু করব না’, কারণ তারা জানে এর পরিণতি কী হবে।”
আরো পড়ুন:
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ক্যারিবীয় জাহাজে আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, “এটি ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি (শি জিনপিং) এর উত্তর বোঝেন।”
ট্রাম্প জানান, এশিয়া সফরকালে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। তাইওয়ান প্রসঙ্গটি বাদ পড়ার ঘটনায় অনেকেই অবাক হয়েছেন।
ট্রাম্প বলেন, “বৈঠকে তিনি (শি জিনপিং) এটি উত্থাপন করেননি, কারণ তিনি এটি বোঝেন ও খুব ভালোভাবে বোঝেন।”
তবে, জিনপিং কী বোঝেন তা ব্যাখ্যা করার জন্য চাপ দেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।”
তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে, অন্যদিকে তাইপে ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার উপর জোর দিয়ে আসছে।
ঢাকা/ফিরোজ