গত ৮ জানুয়ারি দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় প্রথমবারের মতো এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ ‘হোম অর অ্যাওয়ে’ ভিত্তিতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

কাঠমান্ডুতে আজ সাফের সভায় হোম অর অ্যাওয়ে নয়, বরাবরের মতো একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব এসেছে। সভায় উপস্থিত সদস্যদেশগুলো চায় এক ভেন্যুতেই যেন টুর্নামেন্টটা হয়। টুর্নামেন্টের সম্ভাব্য সময় জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি।

আরও পড়ুনঅবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী০৬ মার্চ ২০২৫

তবে একক ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত হবে সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের অনুমোদন সাপেক্ষে। এ মাসের শেষ দিকে স্পোর্টস ফাইভ তাদের সিদ্ধান্ত জানাতে পারে। এর আগে স্পোর্টস ফাইভের সঙ্গে সাফের আলোচনায় হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব আসে। সভা সূত্রে জানা গেছে, সাফ আয়োজনে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। অন্যরা খুব একটা আগ্রহ দেখায়নি।

সভায় উপস্থিত সদস্যরা এক ভেন্যুতেই টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ