পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে মধ্যবয়সী এক নারীকে খুঁটিতে বেঁধে জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। 
খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নির্যাতিত ওই নারী কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের লাইনের সামনে  দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এ সময় ‘টাকা ও সোনাদানা’ চুরির অভিযোগ এনে ভাটাপাড়া বকুলের মোড় এলাকার আপন হোসেন দেশ, মুর্শিদপুরের দাশুড়িয়া এলাকার মো.

আশিকসহ কয়েকজন তাঁকে হাসপাতালের বহির্বিভাগের সামনে নিয়ে যায়। সেখানে থাকা লোহার খুঁটির সঙ্গে ওই নারীকে দড়ি দিয়ে বেঁধে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। পরে মারধর ও গালাগাল করা হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ সমকালকে  বলেন, ‘আমরা ওই নারীকে উদ্ধার করেছি। এ ঘটনায় আপন হোসেন ও মো. আশিক নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তবে কেউ চুরি করলেও তাঁকে এভাবে নির্যাতন করার বিধান নেই। তাঁকে মারধর, অপদস্ত না করে পুলিশে সোপর্দ করা উচিত ছিল বলে জানান থানার এ কর্মকর্তা।

উৎস: Samakal

কীওয়ার্ড: র স মন ওই ন র

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ