Prothomalo:
2025-05-01@05:10:37 GMT

ইচ্ছের কফিনবক্স

Published: 12th, March 2025 GMT

কাঁটাবনে কোনো গাছই নেই, কাঠের কফিনবক্স আছে। 

অথচ কাঁটাবন—এই শব্দবন্ধে কারও মনে হতে পারে কোনো একদিন খুব কাঁটাভরা গাছ ছিল, গাছ থাকলে ফুল ছিল, পশুপক্ষী ছিল। ছিল মানে এখন তা নেই আর, যেমন একদা বাড়ির সামনে পাতাবাহার ছিল, এখন তা নেই আর। যেমন মুহূর্ত, বুকের ভেতরে বুক ঘষবার...

এখন কাঁটাবন একটি বিশ্ববিদ্যালয় মার্কেট। দেদারসে বিক্রি হচ্ছে প্রতিদিন ফুল, পাখি, অ্যাকুরিয়ামভর্তি বিদেশি মাছ, কুকুর-বিড়ালের ছানা ও কাঠের কফিনবক্স। মৃত্যু ও হত্যা বেশি হলে ফুল ও কফিনবক্স বিক্রি বেড়ে যায়। নির্ঘুম কফিন বিক্রেতাকে খুশি খুশি লাগে।

কাঁটাবনে যদি কাঁটাভরা বনানী না থাকে, তাহলে তোমার মধ্যেও তুমি নেই আর, আমার মধ্যেও আমি নেই। হ্যাঁ, আমি হয়তো একটি টলোমলো প্রেমের কবিতা লিখতে পারি, যার মধ্যে ধুপধুপ ভালোবাসার ধুকপুকানি থাকবে না, রেললাইনের ওপর অকারণ বসে থাকা থাকবে না, নদীর ধারে বেড়াতে যাওয়ার কোনো ইচ্ছে থাকবে না, তোমার জন্য আমার মধ্যে যে আদিগন্ত অপেক্ষাসমূহ ঘাপটি মেরে থাকে, তা থাকবে না। হ্যাঁ, তুমি জয়ী, তুমি একটি ছেঁড়া টাকার নোট আমার বাবার মতো ঝাপসা দৃষ্টির দোকানদারকে আলগোছে গছিয়ে দিতে পেরে দারুণ স্বস্তি পেয়েছ।

কাঁটাবনে আর কোনো কাঁটামুখী বন নেই। ভালোবাসার মধ্যেও আর কোনো ভালোবাসা নেই, ভালোবাসার কবিতাও তাই আজ আর কোনো ভালোবাসার কবিতা নয়, কবিতারা ইচ্ছের কফিনবক্সমাত্র

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ