এশিয়ান জোনাল দাবা: দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ৫ বাংলাদেশি
Published: 12th, March 2025 GMT
এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের ৫ দাবাড়ু—রানী হামিদ, মনন রেজা, ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ার, মাহফুজুর রহমান।
কলম্বোয় চলমান এই প্রতিযোগিতায় গতকাল ওপেন গ্রুপে ১ পয়েন্ট করে পেয়েছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা, অমিত ব্রিকম ও তানভীর আলম।
আর মহিলা বিভাগে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ছাড়াও ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ৩ দাবাড়ু।
এ ছাড়া মহিলা বিভাগে ২ ফিদে মাস্টার নোশিন আনজুম ও ওয়াদিফা আহমেদ ২ খেলায় দেড় পয়েন্ট করে পেয়েছেন।
দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মননের কাছে হেরে যান শ্রীলঙ্কার বিক্রমাসিংহে ভিনুদা। আরেক খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদের কাছে হারেন শ্রীলঙ্কার শিবাথানুজান।
আন্তর্জাতিক মাস্টার রানী হামিদও শীর্ষে আছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোহলি জানালেন, তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল যে আইপিএল–সতীর্থ
২০০৮ সালে তাঁর আইপিএল অভিষেক। আইপিএলের শুরুর মৌসুমে ভারতের টপ অর্ডার এই ব্যাটসম্যান বিরাট কোহলিকে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর।
১৭ বছর আগের স্মৃতি হাতড়ে কোহলির মনে পড়ছে, আইপিএলে শুরুর দিনগুলোতে কোন সতীর্থ তাঁর ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলেছিলেন।
বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক পডকাস্ট ভিডিওতে কোহলি কথা বলেছেন আইপিএলে নিজের শুরুর সময় নিয়ে। সেই ভিডিওতে তিনি মায়ন্তি ল্যাঙ্গারকে বলেছেন সাবেক আইপিএল সতীর্থ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের কথা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার–ব্যাটসম্যান কীভাবে তাঁর ব্যাটিংয়ে প্রভাব রেখেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন কোহলি।
মার্ক বাউচার