নারায়ণগঞ্জে ছিনতাইকারী অপবাদ দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। এ অবস্থায় কয়েকজন যুবক তাকে লাথি, ঘুষি মারছে। ঘটনাটি অনেকে মোবাইল ফোনে ধারণ করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, ‘ছিনতাইকারী বইলা এক ছেলেরে মারতে মারতে শহীদ মিনারে নিয়া আসা হয়। পরে তাকে গাছে বেঁধেও মারধর করা হয়। লাঠি, রড দিয়ে পেটানো হয়। বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।’

প্রায় সময়ই শহীদ মিনারে চোর, ছিনতাইকারী অভিযোগ তুলে মারধরের ঘটনা ঘটে বলে জানান এ চা দোকানি।

কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারির ঘটনাও শহীদ মিনারের রোজকার হয়ে গেছে বলে জানান আশেপাশের দোকানিরা। গত ৯ মার্চ শহীদ মিনারের পাশের ভাষা সৈনিক সড়কে তর্কের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।

যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, তারা দেরিতে খবর পেয়েছিলেন। ভুক্তভোগী যুবক ও ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পাওয়া যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম রধর র ঘটন

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ