গ্রাহকদের জন্য এই রমজান এবং ঈদকে আরও আনন্দময় করে তুলতে দেশজুড়ে ১২ শতাধিক আউটলেটে ব্র্যাক ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় অফার। পবিত্র মাসে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ডাইনিং, লাইফস্টাইল, ট্রাভেল, ফার্নিচার, ইলেকট্রনিক এবং ই-কমার্স প্ল্যাটফর্মে নিয়ে এসেছে নানান রকমের ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ অফার। আকর্ষণীয় বুফে ইফতার থেকে শুরু করে কেনাকাটা ও এয়ার টিকিটে থাকছে স্পেশাল ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। ব্র্যাক ব্যাংক এসব তথ্য জানিয়েছে।

ব্র্যাক ব্যাংকের এমন আকর্ষণীয় অফার সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো.

মাহীয়ুল ইসলাম বলেন, ‘গ্রাহকরা যাতে বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো প্রিয়জনদের সঙ্গে আরও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই সব বড় ক্যাটেগরি নিয়ে আমাদের রমজান এবং ঈদের অফারগুলো ডিজাইন করা।

এক্সক্লুসিভ ডাইনিং 

ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডাররা প্রিমিয়ার ফাইভ স্টার হোটেলে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি অফারে ইফতার এবং সাহ্‌রি উপভোগ করতে পারবেন। এ ছাড়া ৫০০-এরও বেশি মার্চেন্ট পার্টনারের সঙ্গে উপভোগ করবেন গ্র্যান্ড বুফে ডিল। এ অফার চলবে রমজানজুড়ে ঈদের দিন পর্যন্ত। 

রমজানের প্রথম সাত দিন সব ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডারের জন্য সিক্স সিজনস হোটেলে থাকছে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি বুফে অফার।  রমজানের বাকি দিনগুলোতে থাকছে বাই-ওয়ান-গেট-থ্রি ফ্রি অফার। হোটেল বেঙ্গল ব্লুবেরিতেও থাকছে পুরো রমজানজুড়ে বাই-ওয়ান-গেট-থ্রি ফ্রি অফার। আমারি ঢাকা, ক্রাউন প্লাজা গুলশান, হোটেল সারিনা এবং গোল্ডেন টিউলিপে ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা পাবেন বাই-ওয়ান-গেট-টু ফ্রি অফার। রমজানের প্রথম ১০ দিন হলিডে ইন ঢাকা এবং পেনিনসুলা চট্টগ্রাম এবং প্রথম ১৫ দিন হোটেল আগ্রাবাদে থাকছে বাই-ওয়ান-গেট-টু ফ্রি অফার। 

দেশের ৫৫টি প্রথম সারির হোটেলে ব্র্যাক ব্যাংক গ্রাহকরা উপভোগ করবেন বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি অফার। এগুলোর মধ্যে শেরাটন ঢাকা, ওয়েস্টিন ঢাকা, লা-মেরিডিয়েন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেনেসাঁ ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন ব্লু ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, অ্যাসকট দ্য রেসিডেন্স এবং রোজভিউ সিলেট অন্যতম। ভোজনরসিকরা বড় শহরগুলোর ৮০টি রেস্টুরেন্টে ডাইন-ইন এবং টেকআওয়েতে উপভোগ করবেন ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। 

লাইফস্টাইল এবং জুয়েলারি

ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা ২৫০টিরও বেশি লাইফস্টাইল ব্র্যান্ডে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে রয়েছে জারা ফ্যাশন মল, অ্যাসটোরিয়ন, বিশ্বরঙ, কে ক্র্যাফট, টাঙ্গাইল শাড়ি কুটির, দেশাল এবং ভিভা ক্রিয়েশন। যারা জুয়েলারি কিনতে চান, তারা ৩০টি স্বনামধন্য জুয়েলারি আউটলেটে উপভোগ করবেন ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এগুলোর মধ্যে রয়েছে গীতাঞ্জলি জুয়েলার্স, নক্ষত্র গোল্ড, তানিশ্‌ক জুয়েলারি, জারা গোল্ড এবং জাভেরি গোল্ড। 

ট্রাভেল এবং এয়ারলাইন্স 

ভ্রমণপ্রেমীদের জন্য ডমেস্টিক এয়ার টিকিটে ব্র্যাক ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এ সুবিধা পাওয়া যাবে নভো এয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রায়। ব্র্যাক ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে শেয়ারট্রিপ থেকে বুকিং করলে ইন্টারন্যাশনাল ফ্লাইটে পাওয়া যাবে ১৮ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ক্রেডিট কার্ডহোল্ডাররা গো-যায়ান থেকে টিকিট বুক করলে ৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এ ছাড়া ৪০টিও বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেলস পার্টনারের সঙ্গে  উপভোগ করা যাবে ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এগুলোর মধ্যে রয়েছে লং বিচ হোটেল, ওশেন প্যারাডাইস, মম ইন, নাজিমগড় রিসোর্ট, ব্র্যাক সিডিএম, গো-যায়ান, শেয়ারট্রিপ, ফার্স্টট্রিপ এবং এমি।

ফার্নিচার এবং ইলেক্ট্রনিক্স

ব্রাদার্স ফার্নিচার, রিগ্যাল, হাতিল, হাতিম, নাভানা এবং নাদিয়া ফার্নিচারের মতো জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ডে কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করবেন ১২ মাস পর্যন্ত ০ শতাংশ পে-ফ্লেক্স সুবিধা। ট্রান্সকম, বাটারফ্লাই মার্কেটিং, সিঙ্গার, এসকোয়্যার ইলেকট্রনিক্স, র‍্যাংগস ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্স এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের মতো স্বনামধন্য ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সে এবং মোবাইল ফোন ক্রেডিট কার্ডহোল্ডাররা উপভোগ করবেন ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ পে-ফ্লেক্স সুবিধা। এ ছাড়া, ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা ৫০টিরও বেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পাবেন ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

ক্যাশব্যাক এবং রিওয়ার্ড

কেনাকাটাকে আরও উপভোগ্য এবং আনন্দময় করে তুলতে ব্র্যাক ব্যাংক দিচ্ছে ক্রেডিট কার্ডহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশব্যাক। ডেবিট কার্ডহোল্ডাররা পিওএস এবং কিউআর ট্রানজ্যাকশনে পাবেন পাঁচ গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট। এই সুবিধাটি পাওয়া যাবে আর্টিসান, লা রিভ, অ্যাডিডাস, পুমা, নাইকি এবং লিভাইসে। এ ছাড়া, আড়ং, বাটা এবং ইল্লিয়িন থেকে অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। ফুড ডেলিভারিতেও ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা পাবেন ডিসকাউন্ট। ফুডপান্ডা এবং ফুডিতে এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া সহজ, পরিবহন ডটকম এবং বিডি টিকিটস থেকে ভ্রমণ টিকিট ক্রয়ে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপভ গ করব ন গ র হকর রমজ ন প রথম

এছাড়াও পড়ুন:

রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন

প্রতিটি বাঙালির জীবনযাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তাঁর নানা কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। বিশ্বকবির ১৬৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, তাঁর মুখাবয়ব ও কবির রচিত গানের বাণীকে ব্যবহার করে নানা রঙের শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবিসহ ইত্যাদি পণ্য। আগ্রহীরা কবির জন্মদিনের আগেই ঘুরে দেখে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেট। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাওয়া যাবে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের পোশাক। চাইলে ঘরে বসে অনলাইনেও কিনতে পারেন পছন্দের পোশাক। রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেটে। v

সম্পর্কিত নিবন্ধ

  • আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
  • রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন