জয়পুরহাট শহর ছাত্রদলের নেতা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার রাতে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণে রেললাইনের ওপর থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন।

আহত পিয়াল আহম্মেদ (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের ইসলামনগর মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।

পিয়াল আহম্মেদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান অভিযোগ করেছেন, জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালের ওপর হামলা হয়েছে। তবে এ বিষয়ে আনোয়ার হোসেনের ভাষ্য পাওয়া যায়নি।

স্থানীয় মানুষের বরাত দিয়ে থানা–পুলিশ জানায়, পিয়াল আহম্মেদ প্রতি রাতেই জয়পুরহাট রেলস্টেশন এলাকায় আড্ডা দিতেন। গতকাল রাতেও তিনি ওই এলাকায় ছিলেন। রাত ১১টার দিকে জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন রেলস্টেশনে আসেন। পূর্ববিরোধের জের ধরে তাঁরা পিয়ালকে কুপিয়ে জখম করেন। পরে লোকজন পিয়ালকে উদ্ধার করে দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পিয়াল আহম্মেদকে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্ব কুপিয়ে জখম করা হয়েছে। পিয়াল এখন অনেকটাই শঙ্কামুক্ত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ছাত্রদল নেতা পিয়ালকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনসহ অন্যরা জড়িত। রেলস্টেশনে পাশে ও রেললাইনের ওপর ওই ঘটেছে। সান্তাহার রেলওয়ে থানায় মামলা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প য় ল আহম ম দ ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ