বলিউডের বরেণ্য অভিনেতা দেব মুখার্জি মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
দেব মুখার্জির মুখপাত্র জুম টিভিকে বলেন, “গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন দেব মুখার্জি। বার্ধক্যজনিত কারণে আজ সকালে মারা যান তিনি।”
আজ বিকাল ৪টায় মুম্বাইয়ের জুহুর পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হবে দেব মুখার্জির শেষকৃত্য।
আরো পড়ুন:
‘মাধুরী দীক্ষিত দ্বিতীয় শ্রেণির তারকা’
গৌরির সঙ্গে প্রেম, স্বীকার করলেন আমির
ব্যক্তিগত জীবনে দেব মুখার্জি দুটো বিয়ে করেন। প্রথম সংসারে জন্ম নেয় কন্যা সুনীতা। পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। দ্বিতীয় সংসারে জন্ম নেয় পুত্র অয়ন মুখার্জি। বলিউডের জনপ্রিয় পরিচালক তিনি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘ওয়ার টু’ সিনেমার নির্মাতা অয়ন মুখার্জি। বলিউড অভিনেত্রী কাজল দেব মুখার্জির ভাতিজি।
১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন দেব মুখার্জি। ১৯৬৫ সালে ‘তু হি মেরি জিন্দিগি’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘অধিকার’, ‘জিন্দিগি জিন্দিগি’, ‘অভিনেত্রী’, ‘কারাতে’ প্রমুখ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ